দেশের ব্যাংকিংখাতের ভিত্তি আরও টেকসই ও শক্তিশালী করতে রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাইলট কার্যক্রমের আওতায় ৩, ৪ ও ৭ ডিসেম্বর তারিখে সোনালী ব্যাংক পিএলসির আরবিএস বাস্তবায়নে অনসাইট অ্যাসেসমেন্ট করবে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল।
আজ বুধবার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনসাইট অ্যাসেসমেন্ট উদ্বোধন করেন সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সকল ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের সদস্যরা উপস্থিত ছিলেন।