পূবালী ব্যাংক পিএলসি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত Cambridge
IFA -টক কর্তৃক Islamic
Retail Banking Awards (IRBA) “বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫” হিসেবে মনোনীত হয়েছে।
ইসলামিক ব্যাংকিং সেবায় পূবালী ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, শরিয়াহ-সম্মত ব্যাংকিং নীতিমালা অনুসরণে কঠোর প্রতিশ্রুতি, শক্তিশালী পণ্যসেবা, মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা এবং আধুনিক ইসলামী আর্থিক সমাধান প্রদানে উদ্ভাবনী উদ্যোগ সবকিছুই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই অর্জন পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবায় সততা, স্বচ্ছতা এবং গ্রাহকের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। Cambridge
IFA কর্তৃক আয়োজিত Islamic Retail Banking Awards (IRBA) বিশ্বে প্রথম ও অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম, যা ইসলামী রিটেইল ব্যাংকিং খাতের শ্রেষ্ঠত্ব ও সেরা চর্চাকে স্বীকৃতি দিয়ে থাকে।
বাংলাদেশে শরিয়াহ-ভিত্তিক আর্থিক সেবার চাহিদা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থার ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে ওজইঅ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি পূবালী ব্যাংককে ইসলামী ব্যাংকিং খাতে আরও সুদূরপ্রসারী ভূমিকা পালনের পথ সুগম করেছে।