বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই বহু গুঞ্জন রয়েছে। এবার সেই গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় এলেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তিনি প্রায়ই শিরোনামে আসেন।
সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়ে কাভি প্রকাশ্যে জানান, তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান। তিনি দাবি করেন, যদি ঐশ্বরিয়া ও স্বামী অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদ ঘটে, তবে অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে কাভি বলেন, “আমি কখনোই চাই না তাদের মধ্যে বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু ঘটে, তবে ঐশ্বরিয়া নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
পডকাস্ট সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন। এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা’। তিনি বলেন, “ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজ নাম হিসেবে ‘আয়েশা রাই’ লিখবেন। এটি দেখে আমার সত্যিই আনন্দ হবে।”
এর আগে মুফতি আবদুল কাভি বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে এসেছেন। ঐশ্বরিয়া রাইয়ের আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও নিয়ে মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেন, রাখি তার উপদেশ অনুযায়ী ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’। এছাড়াও তিনি রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।