বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলাম রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে। নিলামের শুরুতেই নজর কাড়েন দুই ওপেনার- নাইম শেখ ও লিটন দাস।
তবে অভিজ্ঞ দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কোনো দল দলে ভেড়ায়নি। নাইম শেখকে দলে টানতে প্রতিযোগিতায় নামে নোয়াখালী, সিলেট ও রংপুর।
শেষ পর্যন্ত তীব্র দর–কষাকষিতে চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নেয় ১ কোটি ১০ লাখ টাকা খরচ করে। কিন্তু ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক এবং মাহমুদউল্লাহ- দুইজনকেই নিলাম টেবিলে রেখে দেয় সব দল। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাদের প্রতি।