সোমবার, ১ ডিসেম্বর ২০২৫,
১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
অপরাধ
কদমতলীতে বিএনপি নেতার ভাইয়ের নাম ভাঙ্গিয়ে নারীর জমি দখলের চেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 25 November, 2025, 6:56 PM  (ভিজিট : 60)

রাজধানীর কদমতলী এলাকায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব তানভীর আহম্মেদ রবিনের পরিবারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শাহনাজ পারভীন (ছায়ামনি) নামের এক নারীর বিরুদ্ধে। 

অভিযোগ রয়েছে, ঢাকা-৪ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত তানভীর আহমেদ রবিনের বড় ভাই রাসেল আহম্মেদের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ওই জমি দখলের জন্য স্থানীয়ভাবে ত্রাস সৃষ্টি করছে।

ভুক্তভোগী মো. মাসুদ হোসেন মুন্সি জানান, কদমতলী থানার স্মৃতিধারা ৮ নম্বর রোডের ৩২১ নম্বর হোল্ডিংয়ে তার ৪৫ শতাংশ জমি রয়েছে। দনিয়া মৌজার (৩৩৩) ঢাকা কালেক্টরীর ২৫৪ নং তৌজিভুক্ত সিএস ৩৯৮ নং দাগের এই জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা। জমির চৌহুদ্দি হিসেবে উত্তরে নির্মাণাধীন বাড়ি, দক্ষিণে ১৬৪৩১ দাগের রাস্তা, পূর্বে রাস্তা এবং পশ্চিমে ১৬৪২৪ দাগের জমি অবস্থিত।


মাসুদ হোসেনের অভিযোগ, উত্তর যাত্রাবাড়ী এলাকার মৃত মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে এই জমিটি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। তিনি স্থানীয় কবির, ছগির, মান্নান, আবুল হোসেন মুন্সী ও রং মাসুদসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সন্ত্রাসীকে ব্যবহার করে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন।
জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী মাসুদ হোসেন কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত নং-৩) হাসান মো. হাফিজুর রহমান নথিপত্র পর্যালোচনা ও সার্ভেয়ারের প্রতিবেদনের ভিত্তিতে মাসুদ হোসেনের পক্ষে রায় দেন। সার্ভেয়ারের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, জমিটি কেয়ারটেকারের মাধ্যমে মাসুদ হোসেন মুন্সির ভোগদখলে রয়েছে।

ভুক্তভোগী মাসুদ হোসেন মুন্সি বলেন, আদালতের রায়ে হেরে গিয়ে এখন তারা গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে। আমার বৈধভাবে কেনা সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। রাজনৈতিক দাপট দেখিয়ে তারা আমাকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। 


ঘটনাস্থলে অবস্থিত একটি গ্যারেজের মালিক ও স্থানীয় ব্যবসায়ী মো. জনি বলেন, আমি গত দুই বছর ধরে প্রকৃত মালিক মাসুদ হোসেন মুন্সির কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে গ্যারেজ পরিচালনা করছি। কিন্তু শাহনাজ পারভীন (ছায়ামনি) ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নিরীহ মাসুদ সাহেবকে হয়রানি করছেন এবং জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ।

রাজনৈতিক নাম ভাঙিয়ে এমন দখলদারিত্বের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। তারা অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে ভুক্তভোগী তার সম্পত্তির নিরাপত্তা পান এবং এলাকায় শান্তি বজায় থাকে। এ বিষয়ে তানভীর আহমেদ রবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোন কেটে দেন।

আ.দৈ/আরএস

   বিষয়:  কদমতলীতে   বিএনপি   নেতার   ভাইয়ের   নাম   ভাঙ্গিয়ে   নারীর   জমি   দখলের   চেষ্টা   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এবার হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন শুনানি ৫ জানুয়ারি
দেশে আসতে বাধা থাকলে তারেক রহমানকে সহায়তা করা হবে: আইন উপদেষ্টা
মেট্রোস্টেশনের নিচে ক্যামেরা স্থাপন করা হচ্ছে
বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় মামলা, তদন্তে রমনা থানা
জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০ ফ্ল্যাট নির্মাণসহ ১৮ প্রকল্প অনুমোদন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা, বিপর্যয় বিষয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্টজন কে এই শিহাব নূর
জাতীয় নির্বাচনে বরিশাল-১ এ​ ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ইলিয়াস মিয়া
ফরিদপুর- ১ আসনে বিএনপির মনিরুজ্জামান মোটর শোভাযাত্রা
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকাণ্ডে খুনিদের দাবি আরিফুর রহমানের
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝