থাইল্যান্ডে জমকালো আয়োজনে চলছে মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪তম আসর। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে আছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর জানা যাবে এবারের মুকুট কার মাথায় ওঠে।
এদিন প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে, যার মধ্যে অন্যতম হলো জাতীয় পোশাক প্রদর্শন বা ন্যাশনাল কস্টিউম রাউন্ড। বুধবার (১৯ নভেম্বর) প্রতিযোগীরা নিজেদের দেশকে তুলে ধরেছেন ঐতিহ্যবাহী পোশাকে। মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাশনাল কস্টিউম লুকের ছবি শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি, বিশেষ করে সম্মান ও ঐতিহ্যের প্রতীক সাদা জামদানি। এই জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার মোটিফ, যা শান্তি, পবিত্রতা এবং বাঙালি নারীর দৃঢ়তার প্রতীক।
নিজের শাড়ি সম্পর্কে মিথিলা বলেন, “মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম হিসেবে পরা এই জামদানি দেশের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক। একসময় এটি মোগল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাত নারীদের জন্য বোনা হতো, যার প্রতিটি সুতা বহন করে ইতিহাস, শিল্প ও চিরায়ত সৌন্দর্যের গল্প।”
মিথিলা আরও জানান, জামদানির প্রতিটি সুতা ও অলংকার বাংলাদেশের ঐতিহ্যের গল্প বয়েছে—জামদানির রাজকীয় অতীত, শাপলার শান্ত সৌন্দর্য এবং বাঙালি সংস্কৃতির শক্তি। শাড়ি সম্পূর্ণ হাতে বোনা, যা তৈরি হতে লেগেছে প্রায় ১২০ দিন। এছাড়া তার বিশেষভাবে তৈরি জুয়েলারি ব্লাউজ ও গয়নার ডিজাইনেও শাপলার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
বিশ্বব্যাপী আলোচিত মিস ইউনিভার্স মঞ্চে মিথিলার এই উপস্থাপনা প্রমাণ করছে, বাংলাদেশ শুধু সৌন্দর্য নয়, তার ঐতিহ্য, ইতিহাস ও কারুশিল্পের মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করতে সক্ষম।