ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দেওয়াই গণঅধিকার পরিষদের প্রধান অঙ্গিকার বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, নাগরিকেরা তাদের অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্র হবে জনতার।
শনিবার বিকেলে দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ী উপজেলার পৌর শহরের বটতলি মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর জোর দিয়ে বলেন, "সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে আগামী ৫ বছর রাষ্ট্র সংস্কার বাস্তবায়নসহ দেশ পরিচালনা করে, তবে এদেশ জনতার দেশে পরিণত হবে। রাষ্ট্রের বেতন-ভাতা গ্রহণকারী কেউই যেন দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের নিকট দায়বদ্ধ থাকে এবং স্বাধীনভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারে, তবেই এ রাষ্ট্র জনতার রাষ্ট্র হবে।" এই লক্ষ্য অর্জনের জন্যই গণঅধিকার পরিষদ অঙ্গিকার নিয়ে কাজ করছে। পথসভায় ভিপি নুর দিনাজপুর-৫ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী, দলের রংপুর বিভাগীয় সমন্বয়ক শাহাজার চৌধুরীকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
তিনি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-তরুণদের দীর্ঘদিনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন। নুর বলেন, "তরুণরা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। গত জুলাই বিপ্লব আন্দোলনে যেভাবে ছাত্র-তরুণদের পাশে সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছে, আগামীতেও নতুন বাংলাদেশ বিনির্মানে সকলকে একইভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"
পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হানিফ খান সজীব, দিনাজপুর জেলা সভাপতি শফিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের জেলা আহ্বায়ক শুভন, ফুলবাড়ী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদি হাসান সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।