মাত্র এক লাখ টাকার অভাবে বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তরুণ সারোয়ার হোসেন রাব্বির। হতাশা ও ক্ষোভে তিনি ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গ্রামের মানুষদের উদ্দেশে গালাগাল করেন — অভিযোগ করেন, কেউ তার পাশে দাঁড়ায়নি।
সেই ভিডিও ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেই ঘটনাই বদলে দিল তার জীবন। ভাইরাল ভিডিওর সূত্র ধরেই প্রবাসী কল্যাণ ব্যাংক রাব্বির পাশে দাঁড়ায়। যাচাই-বাছাই শেষে ব্যাংকটি তাকে দুই লাখ টাকার ঋণ প্রদান করেছে। সেই অর্থেই বাস্তবায়িত হতে যাচ্ছে তার বহু প্রতীক্ষিত সৌদি আরবগামী যাত্রা।
দরিদ্র পরিবারের সন্তান রাব্বি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। ভিসা হাতে পেলেও টাকার জোগান না থাকায় তার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এনজিও ও স্থানীয়ভাবে সহায়তা চাইলেও ব্যর্থ হন তিনি। অবশেষে ১৬ অক্টোবর তিনি মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ করেন এবং সেই বক্তব্য নিজেই ফেসবুকে পোস্ট করেন।
রাব্বি বলেন, “ভিসা হাতে পেয়েও টাকার জন্য যেতে পারছিলাম না। রাগে, হতাশায় মাইক ভাড়া করে যা বলেছি, সেটা আসলে কষ্ট থেকে বলা। কিন্তু সেই ভিডিওটাই এখন আমার ভাগ্য পাল্টে দিয়েছে।”
তিনি আরও জানান, “ভিডিও ভাইরাল হওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে আমাকে ফোন করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর তারা আমাকে দুই লাখ টাকার ঋণ দিয়েছে। এখন টিকিট হাতে, ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি আরব যাচ্ছি।”
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে রাব্বিকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। তিনি দুই মাস পর থেকে কিস্তিতে পরিশোধ শুরু করবেন।”
তিনি আরও যোগ করেন, “বিদেশগামী কোনো শ্রমিক আর্থিক সমস্যায় পড়লে প্রবাসী কল্যাণ ব্যাংক সবসময় তাদের পাশে থাকবে। যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করব।”
হতাশা থেকে শুরু হওয়া রাব্বির এই ঘটনা এক ক্ষোভের মুহূর্ত শেষ পর্যন্ত এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় সুযোগ — একটি ভাইরাল ভিডিও বদলে দিয়েছে এক তরুণের ভাগ্য।