রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
সারাদেশ
সারা দেশের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময় করেন বিএনপি নেতারা
এদেশের মানুষ কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি : কামরুজ্জামান সোহাগ
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 12 October, 2024, 7:59 PM  (ভিজিট : 100)

ছবিতে- কামরুজ্জামান সোহাগ পূজামণ্ডপ ও মন্দির কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করছেন

এদেশের মানুষ কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ। আজ শনিবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৬৯ টি মণ্ডপ ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মন্দির পরিদর্শণ করেন তিনি। এদিন তিনি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মন্দিরগুলোতে যান এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, মামুন, কাদির, সুমনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে সারা দেশের মণ্ডপে যাচ্ছেন দলটির নেতারা। গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুলের তোড়া নিয়ে দলের শুভেচ্ছা পৌঁছে দেন নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূজা শুরু হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ও দলের সিদ্ধান্ত অনুযায়ী মণ্ডপে শুভেচ্ছাবার্তা নিয়ে যাচ্ছেন নেতারা। ধারাবাহিকতায় শনিবারও রাজধানীতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

এদিকে গতকাল ১১ অক্টোবর দূর্গাপূজা উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ শনিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পূজা উপলক্ষে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি প্রত্যাশা করেন, প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে এই উৎসব। তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার আশা ব্যক্ত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে।

রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় মণ্ডপে দলের শুভেচ্ছা নিয়ে হাজির হচ্ছেন বিএনপির নেতারা। শনিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের মহামায়া যুব সংঘের সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে যান ও মতবিনিময় করেন মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।

শুক্রবার জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেকে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান ও পরবর্তীতে মন্দির পরিদর্শন করেন বিএনপির প্রতিনিধি দল। তাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ছিলেন।

আ. দৈ. /কাশেম/আরিফ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝