পটুয়াখালীর বাউফলে পবিত্র সিরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার রাজনগর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। সদস্য সচিব মো. সাইফুল্লার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমীন।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন. দক্ষিণ ৫৫ নং দক্ষিন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের নামে চলছিলো গান বাজনা ও অসামাজিক নিত্য। দীর্ঘবছর বাংলাদেশ জামায়াতে ইসলামির সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনের কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। এটা কোন জামায়াতে ইসলামী কিংবা ছাত্রশিবিরের সংগঠন না। এটি রাজনগর এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করেছে।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য নুরুল ইসলাম. হুমায়ন কবির. মো. জোবায়ের. মো. আবু হানিফ. মো কবির হোসেন. মো. মহিউদ্দিন. মো. খলিলুর রহমান .আকিবুর রহমান. মো. মাহাবুর রহমান সাগর ও সোহেল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫০জন স্থানীয় মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়।
আ. দৈ. /কাশেম/নাজিম