ছবিতে--- মরহুম গোলাম মোস্তফা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অত্যন্ত জনপ্রিয় কর্মঠ নির্বাহী প্রকৌশলী 'মার্কেট নির্মাণ সেল' গোলাম কিবরিয়া রুবেলের পিতা মরহুম গোলাম মোস্তফার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের ৬ তলায় মসজিদে বাদ জোহর এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে রাজধানীতে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)। মহান আল্লাহর কাছে এই আবেদন. মরহুম গোলাম মোস্তফাকে কবরের আযাব থেকে মুক্ত রেখে জান্নাতবাসীদের সাথে স্থান করে দিন। আমিন।
এদিকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফ্যাসবুকে' ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলের পিতা মরহুম গোলাম মোস্তফার রুহের মাগফেরাত কামনা করেন এবং ওই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরো জানা যায়, ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল একজন দক্ষ সংগঠক। তিনি ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের পরিক্ষিত ছাত্রনেতা ছিলেন। তিনি সুত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে অনেকদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ন, কর্মদক্ষ, কাজের প্রতি যথেষ্ট আন্তরিক এবং বিএনপির রাজনীতিতেও অনেক সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন। এই কর্মদক্ষতার কারণেই তিনি এতো জনপ্রিয়।
আ. দৈ./কাশেম