বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় শুরু হয়ে বেলা পর্যন্ত চলা এ সমাবেশে শিক্ষা পরিবেশের উন্নয়ন, পাঠদানের গুণগত মান, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকা অপরিহার্য। তিনি নিয়মিত পাঠদান এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া এবং চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবার হোসেন মোল্লা। তারা বক্তৃতায় বিদ্যালয়ের মানউন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষা প্রদানসহ শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত দিকনির্দেশনা, পাঠদানের উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন এবং বিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আ. দৈ./কাশেম