আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে বাদ যোহর অভিভক্ত ঢাকা সিটির অত্যন্ত জনপ্রিয় মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ বরকত হায়াত ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলাম, উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কাজী শাহআলম রাজা, কর কর্মকর্তা মো.মিজানুর রহমান, কর কর্মকর্তা শেখ অহিদুজ্জামান, উপ কর কর্মকর্তা আবদুল খালেক মজুমদার, উপ কর কর্মকর্তা মো. সফিকুল ইসলামসহ অনেক কর্মকর্তা এবং কর্মচারী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্ত্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট। তিনি বক্তব্যের শুরুতেই ঢাকা সিটির অত্যন্ত জনপ্রিয় মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনী থেকে কিছু স্মৃতিচারণ করেন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি কাজী আলমগীর, সহ সভাপতি হারুন অর রশীদ, সহ সভাপতি মো. মমিন উল্লাহ, সহ সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আহসান রেজা (তারেক),যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গাদ্দাফি হোসেন রবিন, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন,সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক মো. চাঁদ মিয়া,যুব ও ক্রীয়া সম্পাদক মো. মিন্টু মিয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে ইশরাক হোসেন :
এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।
তিনি আক্ষেপ করে বলেন, পতীত ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ঢাকার জনপ্রিয় মেয়র সাদেক হোসেন খোকাকে মৃত্যুর আগে দেশে আসতে দেয়নি। ইতিহাসের মির্মম পরিহাস সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে আমরা তার (সাদেক হোসেন খোকা) পাসপোর্টের জন্য আবেদন করি, তিনি দেশে ফেরার ইচ্ছে পোষণ করে ছিলেন। কিন্তু খুনি, স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে আসতে দেয়নি। দেশে মৃত্যুবরণ করতে দেয়নি। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী-সহকর্মী, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশী কারও সঙ্গে শেষ দেখা করতে দেয়নি। কিন্তু আজকের ভাগ্যে কী নির্মম পরিহাস এবং আল্লাহর কী বিচার ওই হাসিনা আজ পালিয়ে গেছে দেশ থেকে। এই বাংলাদেশে তার মৃত্যু বা দাফন হবে কি না, সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না।
আ. দৈ./কাশেম