জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন ও গুমের নির্দেশদাতাদের বিচারের রায় যদি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হয়, তাহলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। দলটিকে শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সরকারও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের দিকে যাবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি পরিহার করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।