ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটির ‘সেফ হাসপাতাল’ নামের একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবি করার সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় ‘সমন্বয়ক’ পরিচয়ে একটি চক্র হাসপাতালের এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালের মালিক সেনাবাহিনীতে ফোন করলে নিরাপত্তা বাহিনী এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
পুলিশের একাধিক সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রাব্বি মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলার চার নম্বর আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি পূর্বে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’—এর মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক ছিলেন। তবে সংগঠনের নামে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া, গত ১৯ মে রাতে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ অভিযোগ তুলে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কর্মীরা। সেই ঘটনায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান সাইফুলসহ বেশ কয়েকজন। পরদিন সংগঠনের নেতা আব্দুল হান্নান মাসউদের মধ্যস্থতায় মুচলেকা দিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনা হয়।
আ.দৈ/ওফা