গাইবান্ধা ফুলঝুড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুঞ্চিপাড়া যুব সমাজের আয়োজনে শুক্রবার বিকেলে এম এ ইউ একাডেমি স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ ফুলঝুড়ি সাঘাটা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
কঞ্চিপাড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর হোসেনের সার্বিক তত্ববধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলঝুড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় খেলায় বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কামরুজ্জামান সোহাগ।