সরকারি নির্দেশ লঙ্ঘন করে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচনের চেষ্টা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন এর সদস্য ইসমাইল সরদারের সঞ্চালনায় মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সাজু।
সাজু মিয়া বলেন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং ঢাকা-১৭৭৬ )এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং- ৭৩৭২/২০১১ ও ৪৩১৬/২০১৪ এর রায়ের নির্দেশনা অমান্য এবং শ্রম আইন, ২০০৬ এর ৩১৭(৪) (ঘ) লঙ্ঘন করা ও শ্রম মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকার গত ১৫/৯/২৫ তারিখের পত্রের নির্দেশনাকে উপেক্ষা করে আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচনটি স্থগিত করা সত্ত্বেও নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে।
কিন্তু কথিত নির্বাচন কমিশন বর্ণিত রীটের রায় ও আইন এবং বিভাগীয় শ্রম দপ্তরের আইনী নির্দেশনাকে লঙ্ঘন করে নির্বাচন পরিচালনা করছে। এমতাবস্থায় গণঅভ্যুত্থানের পরে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন রায় , সরকারী দপ্তরের পত্রের নির্দেশনা এবং শ্রম আইনকে লঙ্ঘৈনের ধৃষ্টতা প্রতিরোধ করা হবে।
সরকার, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি, ডিআইজিসহ সংশ্লিষ্ট সকলকে বেআইনী নির্বাচন বন্ধে জরুরী পদক্ষেপেনেয়ার অনুরোধ জানান তিনি। অন্যথায় আগামীকালের নির্বাচন বন্ধে শ্রমিকরা রাজপথে নেমে আসবে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায়ে বিভাগীয় শ্রম দপ্তরের পত্রের নির্দেশনা অমান্য করলে বা করার চেষ্টা করলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
এছাড়া আগামীকাল শনিবার সকাল ১০ টায় পল্টন থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনাল অভিমুখে বিক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়িয়া বাস টার্মিনাল অভিমূখে যাত্রা করবেন।
আ. দৈ./কাশেম/ ইমু