গাজীপুর জেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ আব্দুল ওয়াদুদ (৫০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই সময় তার কাছ থেকে সিমকার্ডসহ একটি মোবাইল ফোন, চামড়ার ব্যাগ ও নগদ টাকা জব্দ করা হয়।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি প্রতিনিধি দল আজ সকালে গাজীপুর জেলার সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরে হোটেল নিরিবিলি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ আব্দুল ওয়াদুদকে গ্রেপ্তার করে। আব্দুল ওয়াদুদের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়।
তিনি গাজীপুর সদর উপজেলার ছতর বাজার বিওএফ এলাকায় মজিবর এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পরে তাকে অস্ত্র ও জব্দকৃত অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আ. দৈ./কাশেম/ খোকন