জয়পুরহাটের দুই চিত্রশিল্পী মাহবুব আলম ও তার ভাই মারুফ হোসেনের বিরুদ্ধে জমি আত্মসাৎ, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন তাদের মা মেহেরুন নেছা।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মরহুম আবুল কাশেমের স্ত্রী মেহেরুন নেছা।
তিনি অভিযোগ করেন, তার স্বামী মৃত্যুর আগে অছিয়ত অনুযায়ী ২০১১ সালের ২৪ জুলাই ৩২ শতক জমি হেবা রেজিস্ট্রি দলিল মূলে তার নামে লিখে দেন। পরবর্তীতে জমিটি তার নামে অনলাইন খারিজও করা হয়। কিন্তু ওই বৈধ সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে রেখেছেন দুই ছেলে চিত্রশিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন।
মেহেরুন নেছা আরও অভিযোগ করেন, জমি ফেরত চাইতে গেলে তাকে, তার মেঝো ছেলে মাসুদ রানা, পুত্রবধূ খুরশিদা বেগম, নাতনি মরিয়ম মুন্নী ও জামাই ফজলে রাব্বিকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় বড় ধরনের ক্ষতি কিংবা হত্যার শিকার হতে পারেন তারা।
চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটানোয় প্রশাসনের হস্তক্ষেপ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মেহেরুন নেছা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেঝো ছেলে মাসুদ রানা, পুত্রবধূ খুরশিদা বেগম, নাতনি মরিয়ম বেগম মুন্নী ও ভাতিজা শাহীন।
আ. দৈ./কাশেম