মুন্সিগঞ্জ শহরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তাদের বাড়ি যথাক্রমে পঞ্চগড়, গাইবান্ধা ও বগুড়া জেলায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার ও ঢাকনা লাগানোর কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে প্রথমে এক শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন।
সেখানে বিষাক্ত গ্যাসের কারণে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে তারাও একইভাবে অচেতন হয়ে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মেশিনের মাধ্যমে ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাস অপসারণ করে তিনজনকে উদ্ধার করে। তবে এর আগেই তাদের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু তার আগেই তিনজনের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।