আমরা মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করছেন বলে জানান গাইবান্ধা জেলা বিএনপির সদস্য, আসন্ন জাতীয় নির্বাচনে ‘ফুলছড়ি সাঘাটা-৫’ আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও জননেতা কামরুজ্জামান সোহাগ।
আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেলার হরিচন্ডি বাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসম তিনি আরো বলেন, ‘গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকাকে মাদক মুক্ত করার জন্য প্রতিটি ইউনিয়নে খেলাধুলার আয়োজন করে যাচ্ছি। কারণ মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।’
মনোনয়ন প্রত্যাশী বিএনপির এ নেতা বলেন, ‘মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই এবং পরবর্তীতে আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে ক্রীড়া সংগঠন তৈরী করা হবে, ইতিমধ্যে প্রায় ৮-১০টি ইউনিয়নে করা হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার সাথে সম্পৃক্ত রাখবো এবং সারাবছরই খেলাধুলার আয়োজন করবো ইনশা আল্লাহ’।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম সরকার-সাধারণ সম্পাদক, ফুলছড়ি উপজেলা বিএনপি, মো. মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বালুসিড়ি ফাউন্ডেশন। ইকবাল হোসেন, শাহিন আলম, হাবিবুর রহমান হাবিব, আলকাসুর রহমান মাস্টার, শুকুম উদ্দিন, ছবুর আহমেদ, আমজাদ হোসেনসহ আরো অনেকে। ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ছিল হরিচন্ডি বাজার স্পোর্টিং ক্লাব।