নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান কর্নসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১৪ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে ৭০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
তিনি বলেন, “শিক্ষার্থীরা দেশের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার প্রতি উৎসাহ ও সহায়তা প্রদান মানে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, "শিক্ষার মাধ্যমে একটি উন্নত সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব। তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে জেলার মোট ৫শত ৭০ জন শিক্ষার্থীর হাতে মোট ৩৭ লাখ টাকা দেওয়া হবে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে।"
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থীরা এ সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভালো ফলাফল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।