ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সদ্যঘোষিত ছাত্রদলের হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, কারা ক্যাম্পাসে সাইবার বুলিং, গুপ্ত ছাত্র রাজনীতি এবং অপসংস্কৃতি ছড়াচ্ছে, সে বিষয়ে তদন্ত হবে। আমাদের হল কমিটিগুলো আগের মতোই কার্যকর থাকবে।”
রাকিব আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে গুপ্ত ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে এবং এটি বন্ধে তারা পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে সবসময় প্রশাসনের পাশে আছি। আশা করছি, আগামী শনিবারের মধ্যে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ঘোষণা এবং হলে ছাত্র রাজনীতির নীতিমালা সংক্রান্ত আপডেট পাবো। একইসঙ্গে, ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার রয়েছে প্রশাসনের।”
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রদল তাদের কমিটি ঘোষণা করে, যা ঘিরে বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়। এরই প্রেক্ষিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের পক্ষ থেকে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।