গ্রাহকদের লাইফস্টাইল চাহিদার কথা মাথায় রেখে, মাস্টারকার্ড ও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর সঙ্গে যৌথভাবে দুটি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
বুধবার (৬ আগস্ট) ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইবিএল-পিকাবু মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ এবং ‘ইবিএল-পিকাবু মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’-এর উদ্বোধন করা হয়।
আকর্ষণীয় ডিজাইনের ভার্টিকাল স্লিম এই কার্ডদ্বয়ের মাধ্যমে গ্রাহকরা বিশেষ করে পিকাবু প্ল্যাটফর্মে কেনাকাটায় নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
এই কার্ডে রয়েছে শূন্য ইস্যুয়েন্স ফি, এক হাজার বোনাস স্কাইকয়েন, তিন মাসের সুদমুক্ত ইএমআই সুবিধা এবং বছরে দু’বার আন্তর্জাতিক লাউঞ্জ কী সুবিধা। এছাড়া স্কাইলাউঞ্জে প্রাইমারি ও সাপ্লিমেন্টারি কার্ডধারীদের জন্য সঙ্গীসহ বিনামূল্যে লাউঞ্জ ব্যবহারের সুযোগও থাকছে।
ওয়ার্ল্ড কার্ডধারীরা পাবেন ৫০ শতাংশ ইস্যুয়েন্স ফি ছাড়, তিন হাজার বোনাস স্কাইকয়েন এবং তিন মাসের সুদমুক্ত ইএমআই সুবিধা। এই কার্ডে বছরে চারবার আন্তর্জাতিক লাউঞ্জ কী ব্যবহার এবং স্কাইলাউঞ্জে সঙ্গীসহ বিনামূল্যে লাউঞ্জ ব্যবহার করা যাবে।
দু’টি কার্ডেই পিকাবু থেকে নির্দিষ্ট পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ৫% পর্যন্ত ক্যাশব্যাক থাকবে। এছাড়া মাস্টারকার্ড গ্রাহকরা পাবেন ৮ হাজার এর বেশি মার্চেন্টে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, হোটেলে ৬০ শতাংশ, রেস্টুরেন্টে ৩০ শতাংশ, হেলথ ও বিউটি আউটলেটে ২৫ শতাংশ ছাড়সহ নানা অফার।
অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, “এই প্রোডাক্টগুলো ডিজিটাল-ফার্স্ট গ্রাহকদের জন্য ব্যাংকিংকে আরও সুবিধাজনক ও রিওয়ার্ডিং করবে।”
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের শপিং ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উপভোগ্য হবে।”
পিকাবুর প্রধান নির্বাহী মরিন তালুকদার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের শপিং অভিজ্ঞতায় স্বাচ্ছন্দ্য, নির্ভরযোগ্যতা ও উদ্ভাবন যোগ করা।”