সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এক র্যালির আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত র্যালিতে ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিজয় স্মরণি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ অংশগ্রহণ করেন।
এছাড়াও র্যালিতে ব্যাংকের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।