অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন, দেয়ালিকা দ্রোহ প্রকাশ হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচী ও দেয়ালিকা দ্রোহ প্রকাশের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি.'র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.'র উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার, রূবানা পারভীন, মহাব্যবস্থাপকবৃন্দ, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা, সভাপতি, সাধারন সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ কর্মকর্তা, কর্মচারীগণ।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং দেয়ালিকা প্রকাশের পাশাপাশি স্থিরচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্থিরচিত্র সহযোগিতা করেন মো. কামাল পারভেজ। দেয়ালিকা দ্রোহ সম্পাদনা করেন এমদাদুল হক রনি। দেয়ালিকায় শুভেচ্ছা বাণী প্রদান করেন অগ্রণী অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম, সভাপতি গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। দেয়ালিকায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের লেখা প্রকাশ করা হয়।