আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে।
গত মঙ্গলবার রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান র্যালিতে নেতৃত্ব দেন।
এসময় মোঃ রাফাত উল্লা খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
” তিনি আরও উল্লেখ করেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।
র্যালিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।