সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
ব্যাংক-বীমা
চট্টগ্রামের কর অঞ্চল-৬ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে ওয়ার্কশপ
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Sunday, 3 August, 2025, 6:58 PM  (ভিজিট : 55)

 চট্টগ্রাম ক্লাবে  কর অঞ্চল-৬, চট্টগ্রাম ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা এবং উৎসে কর কর্তন ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়। 

আজ রোবার (৩ আগ্রস্ট) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে কর কমিশনারের রিহ্যাব এর পক্ষ থেকে কতিপয় দাবিদাওয়া তুলে ধরেন। 

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরন পূর্বক ফাইল অডিটের ক্ষেত্রে রিহ্যাবের মাধ্যমে অবহিত করলে রিহ্যাব সদস্যগণ উপকৃত হবেন এবং অহেতুক ভীতি দূর হবে। প্রয়োজনে এ বিষয়ে “রিহ্যাব” কাউন্সেলিং করবে। 

আর্থিক ভাবে স্বচ্ছল ও স্বাভাবিক কর নির্ধারনের ক্ষেত্রে সৃষ্ট করদায় পরিশোধ করা সদস্য কোম্পানীগুলোর পক্ষে সম্ভব হয় এবং তারা তা করে থাকেন। কিন্তু অস্বাভাবিক কর নির্ধারন বা একতরফা কর নির্ধারনের ক্ষেত্রে সম্ভবপর হয় না। অনেক সময় সদস্য কোম্পানীগুলো আয়কর শুনানীর নোটিশ, ডিমান্ড নোটিশ বা তাগাদাপত্র ইত্যাদি সময়মত পায়না বা একেবারেই পায় না তখন তারা খেলাপী হয়ে যায়। কিন্তু আয়কর কর্তৃপক্ষ হিসাবে প্রদর্শিত ব্যাংকের নাম থেকে ব্যাংক এটাচম্যান্ট দিয়ে থাকে। এটি সদস্য কোম্পানীগুলোর জন্য বিব্রতকর, ব্যাংক বা বাজারে সুনাম নষ্ট হয়।
দীর্ঘমেয়াদী বা বড় কর খেলাপীর ক্ষেত্রে রিহ্যাব কে অবহিত করলে, রিহ্যাব কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং উভয় পক্ষকে সহযোগিতা করতে পারে।

তিনি উল্লেখ করেন, মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান একটি অন্যতম। রিহ্যাব সদস্যগণ অন্যতম এই মৌলিক চাহিদার যোগান দিয়ে থাকে। অন্যান্য খাতে সরকার তথা আয়কর কর্তৃপক্ষ বিভিন্ন ইনসেনটিভ দিয়ে থাকে। যেমন নিয়মিত কর হার, উৎসে কর, কর অব্যাহতি ইত্যাদি। কিন্তু রিয়েল এষ্টেট এর ক্ষেত্রে এ ধরণের কোন হ্রাসকৃত হারের ব্যবস্থা নেই, সব গুলোই নিয়মিত বা স্বাভাবিক হার। রিয়েল এষ্টেট এর ক্ষেত্রে অন্যান্য খাতে সরকার তথা আয়কর কর্তৃপক্ষের কাছে ইনসেনটিভ প্রদানের অনুরোধ।

প্রতি বছরই আর্থিক আইন পরিবর্তন করা আমাদের দেশে রেওয়াজে পরিনত হয়েছে। তাই নুতন আইন প্রনয়নের ক্ষেত্রে “রিহ্যাব” কে সম্পৃক্ত করে, তার মতামত বা পরামর্শ নেয়া এবং সেটিকে প্রাধান্য দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

১৪৭ ধারার কার্যক্রমে রিহ্যাব সদস্য কোম্পানীগুলো আতংকের মধ্যে থাকে এবং একটি ভিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।এটিকে আরও সহজবোধ্য, সহযোগিতা মূলক ও সহনীয় করার আহবান জানান।
রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূইঁয়া তার বক্তব্যে বলেন রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহ দীর্ঘদিন যাবৎ দেশের আবাসন সমস্যার সমাধান করে আসছে। এই শিল্পের সাথে আরও ৩৫০টি লিংকেজ শিল্প প্রত্যক্ষভাবে জড়িত রযেছে। রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহে ৪০ লক্ষেরও অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই খাতে ধ্বস আসলে দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে। 

এ সময় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। সভায় কর কমিশনার মহোদয় উৎসে কর কর্তন ও কর সংক্রান্ত বিষয়ে বিদ্যমান জটিলতা, অসামঞ্জস্যতা ও বৈষম্যতা দূরীকরণের জন্য রিহ্যাব এর প্রস্তাবনাসমূহ গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সুপরিশের আশ্বাস প্রদান করেন।   


মতবিনিময় সভায় এবং উৎসে কর কর্তন ওয়ার্কশপ ২০২৫ এ শুভেচ্ছা বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন কর কমিশনার জনাব ফরিদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মোসাম্মৎ মাকসুদা ইসলাম, যুগ্ম কর কমিশনার মহিদুল ইসলাম, উপ কর কমিশনারবৃন্দ ও সহকারী কর কমিশনারবৃন্দ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নূর উদ্দীন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের কর্মকতাবৃন্দ রিহ্যাব এর পক্ষে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরাদাত উল্যাহ এফসিএ।
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝