স্ট্যান্ডার্ড ব্যাংকের নবনিযুক্ত ১১তম ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) দের অংশগ্রহণে ২০ দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ এর আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক।
আজ রোববার ব্যাংকের লার্নিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্ভোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান। এ
সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনসুর আহমেদ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের অধ্যক্ষ মোঃ রফিকুর রহমান উপস্থিত ছিলেন।