শনিবার, ২৬ জুলাই ২০২৫,
১১ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ জুলাই ২০২৫
রাজনীতি
পাইলট তৌকিরের বাসায় খালেদা জিয়া ও তারেকের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 25 July, 2025, 5:34 PM  (ভিজিট : 36)

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে ওই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে বিধ্বস্তে  হলে পাইলক লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ এপর্যন্ত ৩৩ জন নিহত এবং আরো অর্ধশতাধিক আহত হয়েছে,তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 আজ শুক্রবার (২৫ জুলাই) বিকালে ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন— শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ। 

এদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  আজ শুক্রবার  দুপুরে তুরাগ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল। নিহত নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর না দেওয়া হয়, সে বিষয়ে রিজভী আহমেদের কাছে দাবি জানান।

নিহত শিশুদের বাবাকে সান্ত্বনা ও আশ্বাস দিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয় সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির প্রমুখ।

আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ
বিদেশ থেকে ভাড়া করা লোকদিয়ে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল
মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নাই: কামরুজ্জামান সোহাগ
গাইবান্ধায় ‘যুব উন্নয়ন সোসাইটি ক্রিকেট টুনামেন্ট-২০২৫’ অুনষ্ঠিত
অবশেষে থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত: আনোয়ার ইব্রাহিম
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ঘুরে ফিরে এস আলমের দোসরই ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন
আওয়ামী লীগের দোসর স্কুলের সভাপতি
প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া যুবলীগ নেতা আটক
আমার বাচ্চারা সব পুড়ে মারা যাচ্ছে, আমি কীভাবে সহ্য করি—মৃত্যুর আগে স্বামীকে বলেন মাহরীন চৌধুরী
বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝