রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরের সোয়া ১টার দিকে স্কুলভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক মাহমুদুল হাসান বিকেল ৪টার দিকে জানিয়েছিলেন, মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কলেজের বিধ্বস্ত ভবন থেকে একের পর এক অ্যাম্বুলেন্স বের হচ্ছে। এখন সেখান থেকে আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
এখনো উত্তরায় ট্রেনিং বিমান দুর্ঘটনায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এখানে উদ্ধার কাজ এখনো চলছে। ঘরে ঘরে কান্না আহাজারি । হাসপাতাল গুলিতেও একই অবস্থা। এ পর্যন্ত মৃতের সংখ্যা যা দাঁড়িয়েছে, দু'একদিনের মধ্যে ছাড়িয়ে যাবে তার কয়েক গুণ। দগ্ধ*দের অবস্থা খুবই খারাপ । মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
আ. দৈ./কাশেম