মুন্সীগঞ্জের সিরাজদিখানে মার্কেন্টাইল ব্যাংকের ‘মালখানগর শাখা’ সোমবার উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৫৩তম শাখা।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মালখানগর শাখার শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, শাখার ল্যান্ড ওনার শফিকুল ইসলাম নান্নু ভূঁইয়া, সিরাজদিখান থানা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন, ব্যবসায়ী তসলিম উদ্দিন শেখ, মালখানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামান, ব্যবসায়ীবৃন্দ ফজলুল হক স্বপন মাতবর, মোঃ আল আমীন ও জয়নাল আবেদিন নিলু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন, ও মালখানগর শাখা প্রধান মোঃ মাহমুদুল হাসান সহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ১৫৩তম মালখানগর শাখা ভূঁইয়া কমপ্লেক্স, তালতলা বাজার, মালখানগর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ এ অবস্থিত।