বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র সভাপতি মরহুম রুহুল আমিন গাজী আর নেই স্মরণে আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। বিএফইউজে ও ডিইউজে আয়োজিত উক্ত সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
স্মরণ সভায় আপনার/ আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন। ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
আ. দৈনিক/কাশেম