সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪' পালিত হয়েছে। 'রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে এ বছর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে রোববার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে এক র্যালির আয়োজন করা হয়। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে র্যালিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম, শামিম উদ্দিন আহমেদ ও মো. আবু সাঈদ এবং প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি
আ. দৈ./কাশেম/ রমজান