বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বিনোদন
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 20 May, 2025, 8:20 PM  (ভিজিট : 192)

জুলাই আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন। 

এর আগে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মিডিয়ার অনেকেই। কারাগার থেকে মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নুসরাত ফারিয়াও। ফেসবুকে একটি অ্যাডমিন পোস্টের মাধ্যমে নুসরাত ফারিয়া মঙ্গলবার বেলা সাড়ে ৪টা নাগাদ বলেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’ 

এমন সময়ে পাশে থাকবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি। বলেছেন, ‘এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’ 

এরপর বিশেষ ধন্যবাদ জানালেন গণমাধ্যমকর্মীদের প্রতি। এই নায়িকা-গায়িকা বলেন, ‘বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’ 

বলা দরকার, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। গতকাল তাকে কারাগারে পাঠায় আদালত। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে নির্ধারণ করে। কিন্তু আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্পেশাল শুনানি করে জামিন মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া এজাহারনামীয় ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের ‘জোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আ.দৈ/আরএস



   বিষয়:  জীবনের   সবচেয়ে   মুমূর্ষু   সময়   পার   করেছি   এই   দুইটা   দিন’  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি মহাসচিব সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান ট্রাইব্যুনালে
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ
১৭ নভেম্বর হাসিনা ও আসাদুজ্জামানের মামলার রায়
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
বিনোদন- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝