অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটের গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হন তিনি।
ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছে। পরে তা যাচাই বাছাই করে সাড়ে ৩টার সময় তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়। তার মা তাকে রিসিভ করেন।