কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী দ্বৈত নাগরিক মো. আবদুল গফুর ভূঁইয়ার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অযোগ্য এবং প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের রায় বহাল রেখেছেন হাইকোট। একই সঙ্গে উচ্চ আদালত মো. আবদুল গফুর ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন। এর ফলে এবার জাতীয় নির্বাচনে আর প্রতিদ্বন্দ¦ী করতে পারবেন না তিনি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ‘দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের রায় চ্যালেঞ্জ করে দাখিল করা রিট শুনানি শেষে খারিজ করেছেন।
আদালতের বাইরে এই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। তিনি বলেন, এর আগে, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার আইনজীবী। মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটির শুনানি হয়।
এরও আগে মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি বিকেলে নির্বাচন ভবনে উভয়পক্ষের আপিল শুনানি শেষে আবদুল গফুরের প্রার্থিতা বাতিলের রায় দেয় কমিশন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।
আ. দৈ./কাশেম