বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জলবায়ু সংক্রান্ত আর্থিক ঝুঁকি মূল্যায়ন, পরিমাপ এবং ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিইজির অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান ডিইজি ইমপালস এবং জয়েন্ট ইম্প্যাক্ট মডেল (জিম) ফাউন্ডেশনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সম্পাদন করেছে।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক প্রতিষ্ঠান ও অফশোর ব্যাংকিং এর হেড অফ ট্রেজারি মেহদী জামান, ডিইজি ইমপালসের ব্যবস্থাপনা পরিচালক ডঃ হুবার্টাস প্লেইসটার, এবং জিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলেক্স ম্যাকগিলিভ্র।
এসময় ডিইজি’র পরিচালক (এফআই ডেট এশিয়া/ ইএমইসিএ) জুলিয়ান লক উপস্থিত ছিলেন। কৌশলগত এই সহযোগিতার অধীনে ইবিএল তার লোন পোর্টফোলিওর ভিতর বর্তমান এবং পরিবর্তনশীল জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণে এবং মূল্যায়নে জিম ক্লাইমেট রিস্ক ট্যুল ব্যবহার করবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, “জলবায়ুর ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শ্রেষ্ট চর্চাগুলো এবং নতুন নিয়ন্ত্রণকারী মানদন্ডগুলো অবলম্বনের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই পার্টনারশীপের মাধ্যমে”।
তিনি আরও বলেন, “আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোতে আধুনিক ট্যুলের অবলম্বন একটি গুরুত্বপূর্ন মাইলফলক। এর মাধ্যমে ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাংলাদেশের আর্থিক খাতে জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ইস্টার্ন ব্যাংকের অগ্রণী অবস্থান সুদৃঢ়করণে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে”। টেকসই অর্থায়ন উদ্যোগের প্রসারে ডিইজি’র সঙ্গে ইস্টার্ন ব্যাংকের পার্টনারশীপ দীর্ঘ দিনের এবং এই নতুন ব্যবস্থা জলবায়ু সচেতন ব্যাংকিং এ ইবিএল এর নেতৃস্থানীয় অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।
র/আ