ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং সরকারি জায়গায় সমাজের প্রভাবশালী ও দখলবাজদের কবল থেকে র্দীঘদিনের অবৈধ স্থাপনা, গেইট, দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান বেশ সাড়া পড়েছে। মোহাম্মদ পুওে তিনতলা ভবন গুলিয়ে দেওয়ার পর ডিএনসিসির সক্ষমতার বিষয়টি সামনে চলে এসেছে।
এদিকে রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার সংশ্লিষ্ট কৃর্তপক্ষের অনুমতি ছাড়াই ওই এলাকার প্রভাবশালীরা নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন রোডে অবৈধভাবে বড় বড় গেইট নির্মাণ করেছিল। অবশেষে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা উত্তর সিটির প্রশাসকের নির্দেশনায় ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে সরাসরি অভিযান চালিয়ে রূপনগর আবাসিক এলাকায় অবৈধ ৮টি গেইট গুঁড়িয়ে দিয়েছেন।
এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহীদুল ইসলাম।
গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন। তিনি আরো জানান, এই অভিযানে গেইট ভাঙার পাশাপাশি ফুটপাত ও রাস্তার প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ‘জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেইটগুলো আমরা ভেঙে দিয়েছি। এই গেইটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সকল রাস্তার অবৈধ গেইটগুলো অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে।’
আ. দৈ./ কাশেম