মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রকৃত মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগ।
২১ এট্রিল দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে গৃহীত ৬টি প্রকল্পের রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। দুদক টিম জানতে পারে, মোট বাজেটের মধ্যে প্রায় ৫ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে গৃহীত ১২০০০ ক্লিপ ও প্রস্তুতকৃত একটি ডকুমেন্টারির জন্য। টিম কর্তৃক অপর একটি প্রকল্পের বই ক্রয় ও গবেষণা প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়ার রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণপূর্বক প্রাথমিকভাবে পরিলক্ষিত অসঙ্গতির সত্যতা যাচাই করা হবে।
অপর অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের নিমিত্ত টিম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল হতে রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে। পর্যালোচনায় জামুকা’র একজন কর্মকর্তা কর্তৃক আবেদনকারী মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ থাকার পরও মুক্তিযোদ্ধার গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য ঘুস দাবির সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
আ. দৈ./ কাশেম