পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ডিএমডি হিসেবে যোগদান করেছেন মোহাঃ খালেদুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাঃ খালেদুজ্জামান এর আগে ২০০১ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন -এ দিনাজপুর ও ফরিদপুর রিজিয়নের রিজিওয়ানাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, সদর দপ্তরের অডিট ও আদায় বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
তিনি ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন পদে তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি ২২.০৩.২০২১ তারিখে মহাব্যবস্থাপক হিসাবে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ যোগদান করেন।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও, প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালন) এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অপারেশন ও প্রশাসনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি গাংনী মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৮৭ সালে বিজ্ঞান বিভাগে ১ম বিভাগ পেয়ে এসএসসি এবং কুষ্টিয়া সরকারী কলেজ হতে ১৯৮৯ সালে বিজ্ঞান বিভাগ হতে ১ম বিভাগ পেয়ে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে ১৯৯২ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পববর্তীতে তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও, তিনি পেশাগত ডিগ্রি Certified
Information Systems Auditor (CISA)
অর্জন করেন। মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং সেক্টরে সুসাশন, আর্থিক সেক্টরে ব্যাংকিং বিনিয়োগ, ব্যাংকিং সেক্টরে জাল-জালিয়াতি রোধে ফরেনসিক একাউন্টিং, বাংলাদেশের উদিয়মান অর্থনীতে ব্যাংকিং বিনিয়োগের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে উল্লেখ যোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।
মোহাঃ খালেদুজ্জামান ১৯৭১ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ, কর্মঠ ও আন্তরিক ব্যক্তিত্ব। তিনি মেহেরপুর জেলার গর্বিত ও কৃতী সন্তান। তিনি পারিবারিক জীবনের দুই সন্তানের জনক।
র/আ