মিডল্যান্ড ব্যাংক স্পেস টেক হোল্ডিংস লিমিটেড এবং এক্সস্পিড অটোস লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ২৫ মার্চ ঢাকার গুলশান ২-এ ব্যাংকের প্রধান কার্যালয়ে মিডল্যান্ড ব্যাংক এবং স্পেস টেক হোল্ডিংস লিমিটেড এবং এক্সস্পিড অটোস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক টি (এমওইউ) স্বাক্ষরিত হয়।
হল সিঙ্গাপুর এবং বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ কোম্পানি যা বাংলাদেশে সম্পত্তি উন্নয়ন ব্যবসা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রচারণায় কাজ করে। অন্যদিকে এক্সস্পিড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি কোম্পানি যার লক্ষ্য হলো চীন থেকে বৈদ্যুতিক যানবাহন পণ্য এবং শিল্পের বিনিয়োগ এবং প্রযুক্তি নিয়ে আসা এবং সমাধান সহকারে।
মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে, ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং স্পেস টেক হোল্ডিংস লিমিটেড এবং এক্সস্পিড অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইয়ে লিয়াং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা চুক্তির আওতায় স্পেস টেক হোল্ডিংস লিমিটেড এবং এক্সস্পিড অটোস লিমিটেড তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।
মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা এবং স্পেস টেক হোল্ডিংস লিমিটেডের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ বিশ্লেষক জনাব গং লি এবং স্পেস টেক হোল্ডিংস লিমিটেড ও এক্সস্পিড অটোস লিমিটেডের অ্যাকাউন্টস ম্যানেজার-ফাইন্যান্স সৈয়দ সাইফুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র/আ