ফ্যাসিস্ট বিদায় নিয়েছে মানে কিন্তু রাষ্ট্র এখনো সুন্দর হয়নি। রাষ্ট্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম।আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী শহর শাখা ছাত্র শিবির আয়োজিত সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ পাহাড়কে উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে শিবির সভাপতি বলেন, 'পার্বত্য অঞ্চলকে ঘিরে একটি চক্রান্ত সবসময় লেগে আছে। পার্বত্য অঞ্চল নিয়ে ফ্যাসিস্টের দোষররা ষড়যন্ত্র করছে। প্রশাসন কাজ না করার মূল কারণ ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। ছাত্রশিবির বীরের ন্যায় ফ্যাসিস্ট এর বিরুদ্ধে সবসময় থাকবে।'
তিনি আরো বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলো। একই কায়দায় গত দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজনকে হত্যা করেছে। যারা পিটিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতারকৃত ছয়জনের মধ্যে পাঁচজনই ছাত্রলীগের কর্মী।
এসময় শিবিরর কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার, শহর আমীর মাওলানা আবু ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ. /কাশেম/সাদ্দাম