বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থর্নীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বকে পরিবর্তন করতে চাইলে চলমান পদ্ধতি বদলাতে হবে। দেশ বদলাতে চাইলে দেশ পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। তিনি বলেন, প্রতিটি দেশের তরুণরা দেশ বদলাতে চ্যালেঞ্জ নিতে বেশি পছন্দ করেন।
ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে এই পরিবর্তন শুরু করতে হবে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।’ কারণ আগামীতে নতুন সভ্যতা গড়তে চাইলে, চাকরির পেছেনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে ড.মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার কী-নোট স্পিকার ছিলেন ড. খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন,এই প্রজন্মের তরুণরা পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী প্রজন্ম । তিনি তরুণদের বলেন, ‘তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা কর।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় “বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক)” ইয়ং জেন ফোরামে প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি এই আহবান জানান। প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো ‘ফিউচার রেডি বিমসটেক : রোল অব দ্য ইয়ং জেন টুওয়ার্ডস প্রো বিমসটেক’। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এরআগে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। উক্ত বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় অতিথির হিসেবে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি আরো জানান,এই সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। আজ শুক্রবার (৪ এপ্রিল) ড. ইউনূস বিমসটেকের মূল সম্মেলনে যোগ দেবেন ড. মোহাম্মদ ইউনুস। এবারের সফরে ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষে শুক্রবার (৪ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ ইউনূসের দেশে ফিরার কথা রয়েছে।
আরো আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সকালে বিমসটেকের সম্মেলনে মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনাকালে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেছেন।
এদিকে, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
আ. দৈ./ কাশেম