ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন কয়টি ওয়ার্ড ও এলাকায় নিয়ে গঠিত অঞ্চল- ৭ এবং অঞ্চল -৮ । ডিএনসিসির উত্তর খান ও দক্ষিণ খান এলাকাটি দীর্ঘদিন যাবৎ রয়েছে অবহেলিত। রাস্তা মেরামত ও নির্মাণের নামে বছরের পর বছর ধীরগতি চলছে উন্নয়নমূলক কাজ। তবে উন্নয়নমূলক কাজ বর্তমানে শেষ পর্যায়ে বলে জানান যায়।
কিন্তু ওই এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। আগে ছিল ভাঙ্গাচূড়া রাস্তায় ময়লা পানি, মাইলের পর মাইল ভাঙ্গা রাস্তায় ময়লা পানিতেই যাতায়াত করতে হতো ওইসব এলাকার লোকজনকে। এতোদিন কোন যানবাহন চলাচল করতে পারেনি। ওই সমস্যা অনেকটা কেটে যাবার পর নতুন সমস্যা সামনে চলে আসছে।
ওই এলাকার লোকজন জানান, বর্তমানে পাকা রাস্তার ওপর এবং রাস্তার আশপাশে ময়লা আর্বজনার স্তূপ দিনের পর দিন পড়ে থাকে। অসহনীয় দুর্গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে ঊঠছে। কারণ ডিএনসিসির নিয়োগ করা ঠিকাদাররা নিয়মিত ময়লা আর্বজনা অপসারণ করেন না। এরমধ্যে বিশেষ করে অঞ্চল ০৮, ওয়ার্ড -৪৬, কাজী বাড়ি মেইন রোড, ওয়ার্ড- ৪৬ আটিপাড়া রোড, ওয়ার্ড -৪৬, জিয়াবাগ মেইন রোড এবং ওয়ার্ড- ৪৫, পুরান পাড়া মেইন রোঢের ওপর পড়ে থাকা ময়লার কিছু ছবি প্রতিবেদনের সাথে তুলে ধরা হয়েছে।
অবশেষে ওই এলাকায় রাস্তা ময়লা আর্বজনা পড়ে থাকার খবর পেয়ে ডিএনসিসির প্রধান বর্জব্যবস্থাপনা কর্মকর্তা নৌ বাহিনীর কমডোর এ বি এম সামসুল আলম আজ শনিবার (২২ মার্চ) ঘটনাস্থলে ছুটে যান। একই সাথে ডিএনসিসির বর্জ্যব্যবস্থাপনার বিভাগের কর্মকর্তাদেরও ডেকে নেন। ঘটনাস্থলে হাজির হয়েছেন; প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৮ এর পরিচ্চন্ন পরিদর্শক ( সি,আই,) নৌবাহিনীর প্রতিনিধি এবং সাব কন্টাকটর প্যাসিফিক প্রতিষ্ঠানের প্রতিনিধি। কিন্তু রাস্তায় ময়লা দেখে অবাক। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার প্রশ্নের সঠিক জবাব কেউ দিতে পারেননি।
সূত্র মতে, ডিএনসিসির বর্জ্যব্যবস্থাপনা বিভাগের নীতি নির্ধারনী পর্যায়ের কয়েকজন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে নৌ বাহিনীর ব্যানারে ওই এলাকার ময়লা আর্বজনা অসরারণের দায়িত্ব বিশেষ ব্যক্তিবর্গকে দেওয়া হয়। গত জানুয়ারি থেকে নৌ বাহিনীর নাম ব্যবহার করে কাজটি নেওয়ার পর 'সাব টেন্ডারে' 'প্যাসিফিক নামে আরেক প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়। যারফলে আজ ডিএনসিসির সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং ডিএনসিসিকে আর্থিক ক্ষতির পাশাপাশি বর্তমান প্রশাসকেও প্রশ্ন বিব্ধ করা হয়েছে। সর্বশেষ খবরে জানা যায়, এই বিষয়টি নিয়ে নগরভবনে জরুরিভাবে কৈফিয়ত তলব করা হচ্ছে।
আ. দৈ. /কাশেম