চুরি হওয়া চারটি মুঠোফোনসহ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য শিউলি আকতার (৩০) কে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৫:১৫ ঘটিকায় দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে মিরপুর-১০ নম্বরের ২ নং রোডের একটি অনলাইন শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের মো: কবির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরি মামলা রুজু হয়।
থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫:১৫ ঘটিকায় দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শিউলি আকতারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শিউলি আকতার পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও প্রতিষ্ঠানে প্রবেশ করে কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এমআই