ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার রায় ঘিরে দেশে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে, তার রায় হবে। এ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’
রবিবার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের সরকার জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। চেষ্টা করেছে রাজনৈতিক কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার, কিন্তু সেটা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে কতটা মিলে, সেটা এখন বলা সম্ভব নয়। আমরা বারবার বলেছি, নির্বাচনই একমাত্র পথ, যা দিয়ে দেশের ট্রানজিশন টু ডেমোক্রেসি এবং গণতন্ত্র নিশ্চিত করা যাবে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচনের পথ বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তিনি বলেন, “দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে। সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাই, নির্বাচনের প্রক্রিয়াকে সমর্থন দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে।”
অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে। আইন-শৃঙ্খলার অবস্থা ইতিমধ্যেই খারাপ, আর নির্বাচিত সরকার না থাকলে তা আরও ভয়াবহ হবে।”