রাজধানীর শাহবাগ থানার অন্তর্গত জাতীয় ঈদগাহ মাঠের সামনের সড়কের পাশে ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ একটি নীল রঙের ড্রাম দেখতে পায়।
সন্দেহজনক মনে হওয়ায় ড্রামটি খোলা হলে ভেতরে একজন পুরুষের মরদেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান ঘটনাস্থল থেকে জানান, “ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য জানা চেষ্টা করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে একটি ভ্যানগাড়িতে ড্রামটি সেখানে রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় আশপাশের লোকজন সন্দেহজনক মনে করায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামটি খুলে টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার করে।