ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১১ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর প্রবেশনারি অফিসার্স এন্ড আদার অফিসিয়ালস’ (জেনারেল ব্যাঙ্কিং মডিউলে-কম্বিনেশ ব্যাচ’ শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
রোববার উক্ত কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী।
র/আ