কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে হতে পরিচ্ছন্নতা অভিযান আরম্ভ হয়।
ইবি ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, মুক্ত বাংলা স্থাপনা, ডায়না চত্বর সংলগ্ন স্থানে প্লাস্টিক জাতীয় দ্রব্যদি'সহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে এ আবর্জনাসমূহ নির্দিষ্ট স্থানে ফেলা হয়।এসময় ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন'সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইবি ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। এটা আমাদের অঙ্গীকারের অন্তভূক্ত। বিশ্ববিদ্যালয় অঙ্গন পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে এ কর্মসূচি পালন করার চেষ্টা করছি। পাশাপাশি দলের কর্মী'সহ শিক্ষার্থীদের মাঝে এই পরিচ্ছন্ন থাকা আর পরিচ্ছন্ন রাখার বিষয় উপলব্ধি করার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। আমাদের এ কার্যক্রম আগামীকাল ও চলবে।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান রাখবো, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করবো। আমরা ছাত্রদের পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসাবো। আমরা চাই যে সকলে মিলে পরিষ্কার পরিছন্নর মাধ্যমে ক্যাম্পাসকে সুন্দর রাখি। আমরা প্রশাসনকে বলবো এর জন্য দ্রুত পদক্ষেপ নেয় এবং ডাস্টবিনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসায়। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আছে, যার ফলে সারাদেশে আমাদের এ কার্যক্রম চলছে।
আ. দৈ./ কাশেম/ সাকিব